scene with houses trees

ঘর-বাড়ি, গাছ-পালাসহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল/প্যাস্টেলের মাধ্যমে আঁক যা দেখে সবাই বুঝতে পারে এটা তােমার দেখা কোন গ্রাম বা মহল্লা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম দ্বিতীয় অধ্যায়: চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১, পাঠ-২;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ ঘর-বাড়ি, গাছ-পালাসহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল/প্যাস্টেলের মাধ্যমে আঁক যা দেখে সবাই বুঝতে পারে এটা তােমার দেখা কোন গ্রাম বা মহল্লা।

নির্দেশনাঃ পাঠ্যপুস্তকের শেষে দেয়া দৃশ্য, পারিপার্শ্বিক অনুষঙ্গ প্রয়ােজনবােধে ইন্টারনেটের ব্যবহার।

https://i.imgur.com/nyylDMz.jpg

৭ম শ্রেণির চারু ও কারুকলা ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান

উপস্থাপনাঃ আদিম মানুষ ও ভাব প্রকাশের প্রথম বাহন হিসাবে ছবিকেই বেছে নিয়েছিল। আদিম কাল থেকে আজ পর্যন্ত কত শিল্পী কত শত ছবি এঁকেছে।

সেইসব শিল্পীর মাঝ থেকে কেউ কেউ তাঁদের শিল্পসৃষ্টি দিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন । এই উপমহাদেশেও অনেক বরেণ্য শিল্পী শিল্প সৃষ্টি করে চিত্রকলার ইতিহাসে আসন করে নিয়েছেন। প্রবাদ আছে, ছবি কথা বলে। অলেক ছবি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

আমার আকা ছবিঃ আমার ও ছবি আকতে ভাল লাশে | আমি প্রকৃতির ছবি, গ্রাম _বাংলার ছবি এঁকে থাকি । নিয়ে আমি আমার মহল্লার একটি ছবি অঙ্কন করলাম।

scene with houses trees

https://i.imgur.com/ZBm3fdM.jpg