islamic pic

আল-আসমাউল হুসনা বলতে কী বােঝায়?

Assignment: আল-আসমাউল হুসনা বলতে কী বোঝায়? ষষ্ঠ শ্রেণির (৬) দ্বিতীয় সপ্তাহের Assignment & Solution

আল-আসমাউল হুসনা বলতে কী বোঝায়?

আসমাউল হুসনা শব্দ দুইটি আরবি। আসমা শব্দের অর্থ হল “নামসমূহ” আর হুসনা শব্দের অর্থ “সুন্দরতম”। অর্থাৎ আসমাউল হুসনা অর্থ হল সুন্দরতম নামসমূহ” । আর এই সকল সুন্দরের আঁধার হলে মহান আল্লাহ । পবিত্র কুরআন ও হাদিস মতে মহান আল্লাহর অনেকগুলো গুনবাচক নাম রয়েছে। আর এর সংখ্যা হল ৯৯ টি। আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামকে একত্রে বলা হয় আসমাউল হুসনা।
আল্লাহপাক পবিত্র কুরআনে বলেছেন: 
“আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।” (সূরা আল-আ’রাফ ০৭: আয়াত ১৮০)
 
এছাড়া  সূরা বনী-ইসরাঈল ১৭:  আয়াত ১১০ এ আল্লাহ বলেছেন:
“আল্লাহ বলে আহ্বান কর কিংবা রাহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই।”
আরও দেখুনঃ