islamic pic

তুমি কিভাবে আল্লাহর গুনে গুণান্বিত হতে পারো?

তোমরা আল্লাহর রঙে রঙিন হও! আল্লাহর রং অপেক্ষা চমৎকার আর কোনো রং হতে পারে? (সূরা বাকারা-১৩৮)। নবীজী (সা.) বলেছেন : তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।

আল্লাহর রং বা গুণ হলো আল্লাহতায়ালার ৯৯টি গুণবাচক নাম। এ প্রসঙ্গে হাদিস শরিফে এসেছে আল্লাহর রসুল (সা.) বলেছেন, নিশ্চয় আল্লাহতায়ালার নিরানব্বইটি নাম রয়েছে, যারা এগুলো আত্মস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম ও তিরমিজি)।

তুমি কিভাবে আল্লাহর গুনে গুণান্বিত হতে পারো?

আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তায়ালাকে ভালোভাবে চিনতে পারি।

ফলে তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে সহজ হয়। আল্লাহ তাআলা এসব গুণ আমরা অনুশীলন করব।

এতে আমাদের চরিত্র সুন্দর হবে। সকলেই আমাদের ভালবাসবে। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন।

আল্লাহর গুণবাচক নামসমূহ নিজের মধ্যে ধারণ করে আমি আল্লাহর গুনে গুণান্বিত হতে পারি।

আরও দেখুনঃ

১। আল-আসমাউল হুসনা বলতে কী বােঝায়?

২।  দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’-ব্যাখ্যা কর।