‘আইইএলটিএস স্কলারশিপ ২০২৪’ ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। এবারই প্রথমবারের মতো বাংলাদেশেও উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বৃত্তি চালু করা হলো।
মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তির ঘোষণা দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশি কাউন্সিল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বৃত্তি পেতে আইইএলটিএসে কমপক্ষে ৬ পয়েন্ট থাকতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের মার্চের ৩১ তারিখ পর্যন্ত কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
আরও দেখুনঃ